BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 11, 2025

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-09-10_at_11.06.20_PM__1757572287.jpeg
The Daily Star
A delegation from the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) is on a four-day trade visit to the Netherlands, to strengthen bilateral trade ties and boost collaboration in circular textiles.The visit, being held from September 8–11 at the invitation of the Embassy of the Kingdom of the Netherlands, is part of the "Circular Textile Trade Mission" organised by the Netherlands Enterprise Agency (RVO) and the Dutch Embassy in Dhaka, in collaboration with BGMEA. This year's theme is "Together for a Circular Fashion Tomorrow." The delegation is led by BGMEA Vice President Vidya Amrit Khan, also Deputy Managing Director of Desh Garments Ltd. Other board members on the mission include Shah Rayeed Chowdhury (Evitex Dress Shirt Ltd.), Asef Kamal Pasha (Setara Group), Sakeef Ahmed Salam (Asian Apparels Ltd.) and Mohammad Hosne Quamar Alam (Florence Group). They are joined by apparel manufacturers, textile innovators, and recyclers from across Bangladesh.
uploads/trade_daily/digest_photo_ajker__1757572287.jpg

আজকের পত্রিকা
আমদানি-রপ্তানি সহজ করতে এনবিআরকে ৭ দফা প্রস্তাব বিজিএমইএর পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ ও হয়রানিমুক্ত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এজন্য তারা ৭ দফা প্রস্তাবনাও দিয়েছে। বুধবার এনবিআর আয়োজিত ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক মতবিনিময় সভায় এসব প্রস্তাবনা দেওয়া হয়। রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হল আয়োজিত সভায় এনবিআর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান সভাপতিত্ব করেন। সভায় বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী পোশাক শিল্পের পক্ষে প্রতিনিধিত্ব করেন। তার সঙ্গে ছিলেন বিজিএমইএ’র পরিচালক সুমাইয়া ইসলাম। এ ছাড়া এফবিসিসিআই, এমসিসিআই, বিসিআইসহ বিভিন্ন বাণিজ্য সংগঠন, চেম্বার এবং সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

uploads/trade_daily/digest_photo_jnews__1757572287.jpg

জাগো নিউজ২৪
পোশাকশিল্পে সার্কুলার অর্থনীতির প্রসারে নেদারল্যান্ডসে ট্রেড মিশন বাংলাদেশের পোশাকশিল্পকে সার্কুলার অর্থনীতির দিকে এগিয়ে নিতে এবং টেকসই উৎপাদন প্রক্রিয়াকে গতিশীল করতে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সার্কুলার টেক্সটাইল ট্রেড মিশন। ‘টুগেদার ফর অ্যা সার্কুলার ফ্যাশন টুমোরো’ প্রতিপাদ্যে আয়োজিত এ মিশন শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর এবং চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।মিশনটি যৌথভাবে আয়োজন করেছে নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি (আরভিও) ও ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস। যার সঙ্গে নিবিড়ভাবে সহযোগিতা করেছে বিজিএমইএ। বিজিএমইএ সহ-সভাপতি ভিদিয়া অমৃত খানের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন বিজিএমইএ পরিচালক শাহ রাঈদ চৌধুরী, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, আসেফ কামাল পাশা ও সাকিফ আহমেদ সালাম।

uploads/trade_daily/digest_photo_fe_bgm__1757572765.jpg

The Financial Express
BGMEA delegation visits Netherlands to explore circular textile opportunities A BGMEA delegation is visiting the Netherlands to explore new opportunities for business, investment, and technology exchange in recycling, textile waste management, and advanced production processes to accelerate the transition towards a circular textile economy. The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) delegation, led by its vice president Vidiya Amrit Khan, included directors Shah Rayeed Chowdhury, Joarder Mohammed Hosne Quamar Alam, Asef Kamal Pasha and Sakeef Ahmed Salam, accompanied by a group of leading manufacturers and recyclers from Bangladesh’s apparel and textile sector.

uploads/trade_daily/digest_photo_t_tod__1757572765.jpeg

Textile Today
BGMEA calls for simplified export-import activities Bangladesh Garment Manufacturers and Exporters Association, BGMEA has called on the National Board of Revenue (NBR) to simplify the import-export activities of the country's garment industry and make it free from harassment.The organization made this call on behalf of the organization at a meeting titled ‘Meet the Business’ organized by the NBR in Agargaon in the capital on Wednesday (September 10) afternoon. NBR has organized such an event for the first time to listen to the demands, problems and sufferings of businessmen. The meeting is scheduled to be held on the second Wednesday of every month. Chairman Md. Abdur Rahman Khan was present at the event. BGMEA made important proposals to the National Board of Revenue (NBR) to address the current challenges of the garment industry and facilitate trade. BGMEA Vice President Md. Shehab Udduza Chowdhury represented the garment industry in the meeting. BGMEA Director Sumaiya Islam Rozalin was also present.

uploads/trade_daily/digest_photo_S_BAng__1757572765.jpg

সারা বাংলা
আমদানি-রফতানি কার্যক্রম হয়রানিমুক্ত করার আহ্বান বিজিএমইএ’র দেশের পোশাক শিল্পের আমদানি-রফতানি কার্যক্রম সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আহ্বান জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর আয়োজিত মিট দ্যা বিজনেস শীর্ষক সভায় সংগঠনটির পক্ষে এ প্রস্তাব দেওয়া হয়। ব্যবসায়ীদের দাবি দাওয়া, সমস্যা ও ভোগান্তির কথা শুনতে প্রথমবারের মতো এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে এনবিআর। প্রতিমাসের দ্বিতীয় বুধবার এ মিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় অনুষ্ঠানে চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন। পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাছে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দেয় বিজিএমইএ। ওই বৈঠকে বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী পোশাক শিল্পের পক্ষে প্রতিনিধিত্ব করেন। তার সঙ্গে ছিলেন বিজিএমইএ’র পরিচালক সুমাইয়া ইসলাম।

uploads/trade_daily/digest_photo_n_age__1757572765.jpg

The New Age
RMG exports to EU surge 48pc in 5 years The country’s readymade garment exports to the European Union witnessed a sustained growth of 48.34 per cent between 2020 and 2024, reaching 18.79 billion euros, cementing its position as Europe’s second-largest supplier. According to data from Eurostat, in 2020, Bangladesh exported 12.32 billion euros worth of RMG to the EU, the largest export destination of the country, which rose to 18.28 billion euros by 2024, outpacing overall global export growth to the region. ‘About 50 per cent of our total RMG export is bounded to EU, which is good thing, but there might be challenges also,’ said Mohiuddin Rubel, former director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association. He also warned that Bangladesh has to adapt to EU due diligence and challenges after the post-LDC era.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-09-10_at_11.09.37_PM__1757572765.jpeg

বণিক বার্তা
২০২০-২৪ সাল পর্যন্ত ইইউর পোশাক আমদানি : প্রবৃদ্ধিতে কম্বোডিয়া পাকিস্তানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ অর্থমূল্য বিবেচনায় ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত অর্থাৎ পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত দেশগুলোর পোশাক আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৯২ শতাংশ। এ বাজারে চীনের পর দ্বিতীয় বৃহৎ পোশাক সরবরাহকারী হলো বাংলাদেশ। তবে পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এ পাঁচ বছরে ইইউর পোশাক আমদানির প্রবৃদ্ধিতে কম্বোডিয়া ও পাকিস্তানের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বণিক বার্তা বলেন, ‘২০২০ সালের পর থেকে বাংলাদেশ আবারো উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। গত চার বছরে দেশটির পোশাক রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৪৮ দশমিক ৩৪ শতাংশ, যা ইইউভুক্ত দেশগুলোর সামগ্রিক প্রবৃদ্ধি হার ২৪ দশমিক ৯২ শতাংশের তুলনায় দ্বিগুণেরও বেশি।’

uploads/trade_daily/digest_photo_D_Ru__1757572765.jpg

দেশ রুপান্তর
ট্রাম্পের পাল্টা শুল্ক : আলোচনার জন্য ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্কের হার নিয়ে আলোচনার জন্য এবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) প্রতিনিধিদল। এতে পাল্টা শুল্ক আরও কমানো এবং চূড়ান্ত চুক্তির বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। জানা গেছে, ১৪ সেপ্টেম্বর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এই প্রতিনিধিদলের। এই দলের নেতৃত্ব দেবেন মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চ, যিনি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বাণিজ্যনীতি বাস্তবায়নের কাজে নিয়োজিত। এর আগে তিনি গত বছর জুলাই অভ্যুত্থানের আগে ও পরে দুবার ঢাকা সফর করেছেন, তবে শুল্কবিষয়ক আলোচনায় এটিই তার প্রথম সফর।

uploads/trade_daily/digest_photo_kk__1757572765.jpg

কালের কন্ঠ
পোশাক রপ্তানি বাড়ছে ইউরোপে গত এক দশকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৫৮ শতাংশের বেশি। ইউরোপের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য বলছে, ২০১৫ সালে যেখানে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রপ্তানি হয়েছিল ১১.৫৪ বিলিয়ন ইউরো মূল্যের, ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ১৮.২৮ বিলিয়ন ইউরোতে। অন্যদিকে ইউরোপের সামগ্রিক পোশাক আমদানি একই সময়ে বেড়েছে মাত্র ২০.৪৭ শতাংশ। এই প্রবণতা বলছে, ইউরোপে বাংলাদেশের পণ্যের চাহিদা বেড়েছে এবং দেশটি ক্রমশ গুরুত্বপূর্ণ সরবরাহকারী হয়ে উঠছে। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল কালের কণ্ঠকে বলেন, ‘বাংলাদেশ এখন আর শুধু কম খরচের উৎস নয়, আমরা টেকসই উৎপাদন, পরিবেশবান্ধব কারখানা ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দিচ্ছি।’

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2025-09-10_at_10.54.30_PM__1757572765.jpeg

আজকের পত্রিকা
এক দশকে ইউরোপে রপ্তানি বেড়েছে ৫৮% ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক এখন আরও শক্ত অবস্থানে। গত এক দশকে রপ্তানি বেড়েছে ৫৮ শতাংশের বেশি। ২০১৫ সালে যেখানে রপ্তানি আয় ছিল ১১ দশমিক ৫৪ বিলিয়ন ইউরো, ২০২৪ সালের শেষে তা দাঁড়িয়েছে ১৮ দশমিক ২৮ বিলিয়ন ইউরোতে। তবে শুধু বাংলাদেশ নয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানিও বেড়েছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ইইউ দেশগুলো ৭১ দশমিক ১ বিলিয়ন ইউরোর পোশাক আমদানি করেছিল। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৫৬ বিলিয়ন ইউরোতে। অর্থাৎ আমদানি বেড়েছে ২০ শতাংশের বেশি।