October 09, 2025
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
আত্মনির্ভরতার আহ্বান প্রধান উপদেষ্টার, এআইভিত্তিক কর্মসংস্থানে প্রণোদনা বাড়াবে সরকার
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে—এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "এখন সময় এসেছে নির্ভরশীলতা থেকে বের হয়ে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার।" মঙ্গলবার (৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সভায় ম্যান-মেড ফাইবার শিল্পের গুরুত্ব তুলে ধরে শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানান। তিনি দ্রুত রিগ্যাসিফিকেশন ইউনিটের কাজ শেষ করার আহ্বান জানান এবং আমদানির সক্ষমতা বাড়াতে আরেকটি ল্যান্ড-বেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব দেন।
আজকের পত্রিকা
মাশুল বাড়ানোর প্রতিযোগিতা
দেশের ৯২ শতাংশ আমদানি-রপ্তানি সম্পন্ন হয় চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে। সেই বন্দর ঘিরে এখন মাশুল বাড়ানোর একের পর এক ঘোষণা যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বন্দরসংশ্লিষ্ট বিভিন্ন সেবা খাতে হু হু করে বেড়ে চলেছে চার্জ ও সারচার্জ। ব্যবসায়ীদের আপত্তি, পুনর্বিবেচনার আহ্বান কিংবা সরকারের মধ্যস্থতার চেষ্টা—কোনোটি এই মাশুল বৃদ্ধির ধারা থামাতে পারছে না। সর্বশেষ এই মাশুল বৃদ্ধির মিছিলে যুক্ত হয়েছে ফ্রান্সভিত্তিক শিপিং কোম্পানি সিএমএ সিজিএম, যারা তাদের ওয়েবসাইটে নতুন করে ‘ইমার্জেন্সি কস্ট রিকভারি সারচার্জ’ নামে অতিরিক্ত চার্জ আরোপের ঘোষণা দিয়েছে। এতে ২০ থেকে ৪০ ফুটের বিভিন্ন আকারের কনটেইনারে প্রতি ইউনিটে ৪৫ থেকে সর্বোচ্চ ৩০৫ ডলার পর্যন্ত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৫২০ থেকে ৩৭ হাজার ৪১৪ টাকা) সারচার্জ দিতে হবে। এ নতুন হার কার্যকর হবে ২৬ অক্টোবর থেকে, যা বাংলাদেশের সব আমদানি ও রপ্তানি চালানে প্রযোজ্য হবে এবং চট্টগ্রাম বন্দরসহ দেশের যেকোনো স্থানে স্থানীয়ভাবে পরিশোধযোগ্য হবে।
কালের কন্ঠ
ব্যবসায়ীদের থেকে জোর করে ট্যাক্স নেওয়া যাবে না : এনবিআর চেয়ারম্যান
ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, ভবিষ্যতে কর ছাড় বা অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে নেওয়া হবে। বুধবার আগারগাঁও রাজস্ব ভবনে আয়োজিত মিট দ্যা বিজনেসের দ্বিতীয় অংশীজন সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করা যাবে না।
জাগো নিউজ২৪
সময়ক্ষেপণ করা যাবে না, দ্রুত পণ্য ছাড়তে হবে: এনবিআর চেয়ারম্যান
সময় ক্ষেপণের মাধ্যমে ব্যবসায়ীদের ক্ষতি করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। শুল্ক স্টেশন থেকে ১-২ দিনের মধ্যে পণ্য ছাড়তে হবে বলেও জানান তিনি। বুধবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) এর প্রতিনিধিদের সঙ্গে মিট দ্যা বিজনেস শীর্ষক অংশীজন সভায় তিনি এসব কথা বলেন।
সারা বাংলা
হয়রানি হলে ব্যবসায়ীদের অনলাইনে অভিযোগের পরামর্শ এনবিআর চেয়ারম্যানের
কোনো রাজস্ব কর্মকর্তা ব্যবসায়ীদের হয়রানি করলে অনলাইনে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। একই সঙ্গে ব্যবসায়ীদের অনিয়ম ও হয়রানি সহ্য না করার আহবান জানিয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তারা এনবিআর-এর নির্দেশ মানেন না। বুধবার (৮ অক্টোবর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। এবারের আয়োজনে ব্যবসায়ী অংশীজন হিসাবে অংশ নেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) নেতারা। এনবিআর চেয়ারম্যান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।